১৩ জুন, ২০২১ ১৬:৪৯

পাবনার পিটিআই শিক্ষক-শিক্ষার্থীদের বকেয়া ভাতার দাবি

পাবনা প্রতিনিধি:

পাবনার পিটিআই শিক্ষক-শিক্ষার্থীদের বকেয়া ভাতার দাবি

পাবনার পিটিআই শিক্ষার্থী ও শিক্ষকদের ডিপিএড ২০২০-২০২১ শিক্ষা বর্ষের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাবনা পিটিআই শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। রবিবার সকাল সাড়ে ১২ টায় প্রেসক্লাবে সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। 

এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা ডিপিএড ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পযর্ন্ত পিটিআইতে উপস্থিত থেকে  ক্লাসে অংশগ্রহণ করার পর করোনা মহামারীর কারণে আমরা ২০২০ সালের ২১ এপ্রিল হতে অইলাইন প্লাটফর্মে ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রম এ অংশগ্রহণ করি যার স্পষ্ট নির্দেশনা রয়েছে নেপ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক আমরা অনলাইনে ক্লাস করার জন্য প্রস্তুতি গ্রহণের নিমিত্তে প্রয়োজনীয় ইলেকট্রিনিক ডিভাইস ক্রয় করে নিরবিচ্ছিন্ন ক্লাস করি এবং প্রতিমাসে ডাটা প্যাকেজ ক্রয় করি। যা চুড়ান্ত পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত চালু ছিল। মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত প্রশিক্ষণ ভাতা হতে ডিপিএড শিক্ষার্থীগণ অনলাইন শ্রেণিকার্যক্রমে সংযুক্ত থাকার ইন্টারনেট ব্যয় করেছি। এখন পযর্ন্ত আমাদের সকল প্রকার বকেয়া ভাতার অর্থ দ্রুত প্রাপ্তির ব্যবস্থা প্রহণ করলে কৃতার্থ হবো।
বক্তব্য রাখেন, মোঃ মনিরুজ্জামান খান মনির, মোঃ শফিকুল ইসলাম,  মোঃ শাহ আলম, ফারুক হোসেন প্রমুখ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর