১৪ জুন, ২০২১ ১৮:০৬

নাটোর পৌরসভার নগদ অর্থ বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোর পৌরসভার নগদ অর্থ বিতরণ

নাটোর পৌরসভার নগদ অর্থ বিতরণ।

করোনাভাইরাস সংক্রমণ রোধে নাটোর পৌরসভায় লকডাউন চলছে। চলমান লকডাউনে ৯টি ওয়ার্ডে দরিদ্র ও কর্মহীন ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী। আজ ১০০ কর্মহীন মানুষের মাঝে ওই নগদ অর্থ প্রদান করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই নগদ অর্থ বিতরণকালে মেয়র সবার প্রতি অনুরোধ রাখেন যাতে তারা অপ্রয়োজনে বাইরে ঘুরতে বের না হন। সেইসঙ্গে জরুরি প্রয়োজনে বের হলেও যেন তারা মাস্ক ব্যবহার করেন। এছাড়াও সকালে ১০০ জন কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর