২১ জুন, ২০২১ ২০:০২

মাদারীপুরে আবারও লকডাউন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আবারও লকডাউন

মাদারীপুর জেলাকে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে মাদারীপুরসহ সাত জেলার জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।  

আগামীকাল সোমবার থেকে ৩০ জুন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। 

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। লকডাউন চলাকালে এসব জেলায় পণ্যবাহী ছাড়া সবধরনের যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা ও জরুরি সেবা সংক্রান্ত কিছু বিষয় এই বিধিনিষেধের বাইরে থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করোনা শনাক্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে মাদারীপুর সদর ২, কালকিনি ১, রাজৈর ১৪, শিবচর ১জন। গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত নমুনা পরীক্ষা করা হয় ৪৮ টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৭.৫%।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর