জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে শহর ও বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খানের তত্ত্বাবধানে মাগরিব নামাজের পর শহরের কালেক্টরেট মসজিদে জেলা জাতীয় পার্টির আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী মোল্লা, সদস্য সচিব মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল আলিম, সদর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু
আরও উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি একেএম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ, যুব সংহতির সাধারণ সম্পাদক মো. ইউনুস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বাসেত হাওলাদার, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক এস এম রেজাউল করিম ও শ্রমিক পার্টির আহ্বায়ক আবুল বাসার আদু।
বিডি প্রতিদিন/এমআই