ছেলের বৌ-ভাতের জন্য মাছ কিনে আর বাড়ি ফেরা হলো না পিতা আপন সরকারের। পথিমধ্যে দিনাজপুর-পার্বতীপুর সড়কে ট্রাকের চাপায় প্রাণ গেল আপন সরকারের।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টয় দিনাজপুর-পার্বতীপুর সড়কের শেখপুরা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আপন সরকার (৪৫) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্ট হাটখোলা এলাকার নিরেন্দ্র নাথ সরকারের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আপন সরকার মোটরসাইকেল যোগে তার ছেলের বৌভাত অনুষ্ঠানের জন্য মাছ কিনতে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। এসময় ওই স্থানে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী একটি ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে যান আপন সরকার। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, গত ১৪ জুলাই দিবাগত রাতে আপন সরকারের ছেলে শিপন সরকারের বিয়ে হয়। বৃহস্পতিবার ছিল বৌ-ভাতের অনুষ্ঠান। এজন্য তিনি মোটরসাইকেল যোগে দিনাজপুর শহরে মাছ কেনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে এ দুর্ঘটনা।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা