নাটোর পৌরসভার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শহরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে যথাক্রমে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এবং কানাইখালী মাঠে ৮ শতাধিক পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। পৌর মেয়র উমা চৌধুরীর আয়োজনে এই ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে উভয় স্থানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই