২৭ জুলাই, ২০২১ ১৫:৪৮

বিলুপ্তপ্রায় প্রজাতির ৭৩টি সুন্ধি কচ্ছপ খানজাহানের দিঘিতে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

বিলুপ্তপ্রায় প্রজাতির ৭৩টি সুন্ধি কচ্ছপ খানজাহানের দিঘিতে অবমুক্ত

বাগেরহাটের মোংলায় বিলুপ্তপ্রায় মিঠা পানি প্রজাতির ৭৩টি সুন্ধি কচ্ছপ বিক্রি করতে এসে মনোজ রায় (৩০) নামের এক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড। খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী আজ মঙ্গলবার সকালে কচ্ছপগুলো বাগেরহাটে হযরত খানজাহান (র:) দিঘিতে অবমুক্ত করেন। আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। 

আটক মনোজ রায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ী গ্রামের মঙ্গল চন্দ্র রায়ের ছেলে। ৭৩টি কচ্ছপের ওজন প্রায় ৭৮ কেজি। বিক্রেতা মনোজ রায় কচ্ছপগুলো ২৫ হাজার টাকায় কিনে এনে মোংলার দিগরাজে বিক্রির জন্য এসেছিলেন বলে জানান কোস্টগার্ড। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, 'মিঠা পানির প্রজাতির সুন্ধি কচ্ছপ এখন বিলুপ্তপ্রায় প্রজাতির। মিষ্টি পানি এলাকায় সুন্ধি কচ্ছপের আবাসস্থল। এগুলো এখন বরিশাল, বাগেরহাট ও ফরিদপুর এলাকার মিষ্টি পানির বিলগুলোতে পাওয়া যায়। এলাকা বিশেষ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। বিলুপ্তপ্রায় মিষ্টি পানি প্রজাতির এসব সুন্ধি কচ্ছপ ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ।' 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর