জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ইটনায়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ইটনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান।
ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন ও সঞ্জিত রায়, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, এনায়েত কবীর, মো. শহীদল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার