জয়পুরহাটে ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ফুল চান খাতুন (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট র্যাব -৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার তৌকির এ তথ্য নিশ্চিত করেছেন।
ফুল চান খাতুন পাঁচবিবি উপজেলার গনেশপুর গ্রামের হানিফ মন্ডলের স্ত্রী।
কোম্পানী কমান্ডার তৌকির জানান, আটক ফুল চান খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সদর উপজেলার বড় তাজপুর এলাকায় মাদকের বেচা-কেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
কোম্পানী কমান্ডার আরও জানান আটককৃত ফুল চান খাতুন সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচার করে জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ