সুনামগঞ্জে করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০০ হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে শহরের লক্ষণশ্রী ঈদগাহ মাঠে তাদের হাতে খাদ্যসহায়তা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি পিয়াজ ও ১ কেজি আলু প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা অমল কান্তি কর প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন