বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরা হলেন- উপজেলার তালতলী গ্রামের আবু জাফরের মেয়ে মারুফা আক্তার (২০) এবং ঢাকা থেকে আসা নলবুনিয়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে মনির হোসেন (২০)। তারা দুজনই শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শরণখোলায় প্রথমবার ডেঙ্গু রোগী শনাক্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
শরণখোলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ জানান, মঙ্গলবার মারুফা আক্তারের এবং আগের দিন সোমবার মনির হোসেনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরা দুজন জ্বর, মাথা ব্যাথা এবং ক্ষুধা মন্দা নিয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করা হলে তাদের ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। তারা স্বাভাবিক অবস্থায় রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার