ময়মনসিংহের ভালুকায় খেলার সময় দোলনার রশিতে গলায় ফাঁস লেগে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মল্লিকবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ওই এলাকার ওয়াহিদুল ইসলামের মেয়ে আফিফা (৬) দোলনায় খেলতে গিয়ে অসাবধানতা বশত প্লাস্টিকের রশির দোলনায় গলায় ফাঁস লেগে যায়। ওই সময় তার মা ঘুমে ছিলেন ও বাবা কর্মস্থলে ছিলেন।
কিছুক্ষণ পর তার মা ঘুম থেকে উঠে দেখে শিশু আফিফা অচেতন অবস্থায় মাঠিতে পড়ে আছে। পরবর্তীতে ওই শিশুকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিশুর মা ও বাবা মল্লিকবাড়ী এলাকায় এলাকায় আব্দুস সালামের ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারীয়া থানার দক্ষিণ সেলকাঠি গ্রামে।
মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভালুকা মডেল থানার এসআই বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর