২২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩২

ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি:

ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

সাদ্দাম হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের আদালতে মামলা হয়েছে। ওই কনেস্টবল ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত রয়েছেন এবং তার গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাসিজুল ইসলাম নির্যাতিতার জবানবন্দি নেন। পরে মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত ওই যুবতীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ২১ মে ধর্ষণ করে। পরে আবারও বিয়ের প্রলোভন ও খুন জখমের ভয় দেখিয়ে গত দুই জুলাই ধর্ষণ করে। এদিকে বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন এড়িয়ে যায়। পরে ওই ভুক্তভোগী নারী তার পরিবারকে জানালে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়। এতেও প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর