চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল বহনের সময় জেলা ছাত্রলীগের এক নেতাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল ও তার সহযোগী আবু মঞ্জুর ওরফে জুয়েল।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বাবুল সরদার জানান, ডিবি পুলিশের একটি দল বিকেল সাড়ে তিনটার দিকে মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় তমাল ও জুয়েল একটি মোটরসাইকেল যোগে শিবগঞ্জ থেকে শহরে আসছিল, তাদের থামিয়ে তল্লাশিকালে তাদের কাছে থাকা একটি ব্যাগে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাদের আটক করা হয়।
তিনি জানান, তাদের সদর থানায় হস্তান্তর ও এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার তমালের পরিচয় নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন