চাঁদপুরের হাজীগঞ্জে নামাজে সেজদারত অবস্থায় মো. জাহাঙ্গীর হোসেন (৫৫) নামের একজন মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের কাজী বাড়ি জামে মসজিদে মাগরিবের ফরজ নামাজে সেজদারত অবস্থায় তিনি মারা যান।
জাহাঙ্গীর হোসেন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামের মনির স্যারের বাড়ির মুকছুদ আলীর ছেলে। পেশায় তিনি সিএনজি চালিত স্কুটার চালক। তার স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ নাতি-নাতনি রয়েছে।
বিষয়টি পৌরসভার স্থানীয় কাউন্সিলর কাজী কবির হোসেন নিশ্চিত করে বলেন, মাগরিবের ফরজ নামাজ পড়াকালীন সময়ে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন একজন মুসল্লি। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়রা ঘটনাস্থলে এসে তার মরদেহ নিয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল