সুপেয় পানির ব্যবস্থা করার লক্ষ্যে বগুড়ায় যুবলীগের উদ্যোগে ফ্রি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় মানবিক সহায়তা কর্মকাণ্ডের অংশ হিসেবে আজ সারিয়াকান্দির কামালপুরের সুতানারা এলাকায় এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রাছেউদুজ্জামান রাছেল। এসময় আরও উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন চেয়ারম্যান হেদাইদুল ইসলাম, যুবলীগ নেতা রবিউল ইসলাম রণি, পারভেজ রহমান বাপ্পী, নজরুল ইসলাম, আখতার উল আলম শাহীন, খাইরুল ইসলাম, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুবনেতা ওয়াফিক শিপলু, সাদ্দাম হোসাইন, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আইনাল, আব্দুর রহিম, নায়েব আলী তালুকদার, ছাত্রনেতা মাহফুজ, সাদি, আলামিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত