ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জে বিদ্যুতের পিলার বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শহিদ উদ্দিন পিয়াস (৪২) নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পিয়াস ফেনী সদর উপজেলা শর্শদী ইউনিয়নের দক্ষিণ আবুপুর মোল্লা বাড়ির মাইজ উদ্দিন বেলু মেম্বারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।
প্রত্যক্ষদর্শী মীর হোসেন রাসেল জানান, বিকেল ৫টার দিকে পিয়াস বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে পল্লী বিদ্যুতের পিলার বহনকারী একটি ট্রাক্টরের পেছন দিয়ে আসছিল। হঠাৎ ট্রাক্টরের পেছনের অংশ খুলে যাওয়ায় পিলার বহনকারী গাড়িটির গতি কমে যাওয়ায় মোটরসাইকেল সজোরে গাড়িটিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম