দেশের বিভিন্ন এলাকায় মন্দিরে হামলা ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কুড়িগ্রামে রাম কৃষ্ণ আশ্রমের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব এর সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন অংশ নেয়।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, প্রবীণ আইনজীবী এনামুল হক চৌধুরী চাঁদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, রাম কৃষ্ণ আশ্রমের সেক্রেটারি জেনারেল উপাধ্যক্ষ উদয় শংকর চক্রবর্তী ও প্রেস ক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ