পটুয়াখালীর কলাপাড়ায় মো. রাজিব হাওলাদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার সাধারণ সম্পাদক মো.অমি গাজীকে (২৪) আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী মো. ইমনকে (২৩) আটক করা হয়। মঙ্গলবার রাতে পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকায় মারামারির ঘটনার পরপরই পুলিশ তাদের আটক করে।
এদিকে গুরুতর জখম রাজীব হাওলাদার কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত রাজীবের মা মোসা. খালেদা বেগম বাদী হয়ে ছাত্রলীগ সভপতি অমি গাজীকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদলতে সোপর্দ করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ