সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে আজ বুধবার সকালে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।
পরে পৌর শহরে একটি শোক র্যালী বের করা হয়। র্যালী শেষে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শহীদ এম মনসুর আলীর দৌহিত্র কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
পরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আলা হেনরী, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসনসহ প্রতিটি উপজেলায় দিনব্যাপি পালিত হয়েছে জেল হত্যা দিবস।
বিডি প্রতিদিন / অন্তরা কবির