লক্ষ্মীপুরে দুই কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে আজ শনিবার দুপুরে মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সুপ্রীম কোর্টের আইনজীবী কামরুল হোসেন কিরন, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির