কক্সবাজারের টেকনাফে ৪২ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার ভোরে সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক ওই এলাকার রুহুল আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুুনিফ তকি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপানির ছড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে মো. আব্দুল্লাহকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির সাথে থাকা একটি সাদা রংয়ের বস্তা তল্লাশি করে ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই