১ ডিসেম্বর, ২০২১ ১৬:২৮

ইনজেকশনে বিষ প্রয়োগে বৃদ্ধকে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ইনজেকশনে বিষ প্রয়োগে বৃদ্ধকে হত্যা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাতজামাই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের লোকেরা। বুধবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শামসুল শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহ পাড়ার মৃত করিম শেখের ছেলে।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম জানান, পারিবারিব বিষয় নিয়ে সোমবার নাতজামাই হাসান আলীর সাথে শামসুল শেখের বাগবিতন্ডা হয়। মঙ্গলবার রাতে ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় শামসুল শেখের ঘাড়ে ইনজেকশনের সিরিঞ্জ ফুটিয়ে দিয়ে পালিয়ে যায় হাসান। কিছুক্ষণ পর শামসুল শেখ অসুস্থ হয়ে পড়েলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, বিষক্রিয়ায় কারণে শামসুল শেখের হতে পারে। ময়নাতদন্ত করলে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শামসুল শেখের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর