৫ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৪

বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ চাইনিজ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ চাইনিজ যুবক আটক

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিদেশি ১০ হাজার ৮৪০ প্যাকেট সিগারেটসহ এক চাইনিজ যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আটক চাইনিজ যুবকের নাম ইয়ানপেং (৩০)। শনিবার (৪ ডিসেম্বর) ওই এলাকা থেকে সিগারেটসহ তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি (বিএন)। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশনের কমান্ডার লেঃ এম নাঈম উল হকের নেতৃত্বে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। 

তিনি আরও জানান, ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বোটের পিছু ধাওয়া করে বোটটি তল্লাশি চালিয়ে বিদেশি ১০ হাজার ৮৪০প্যাকেট সিগারেটসহ এক চাইনিজ যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটসহ আটক চাইনিজ যুবককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর