৮ ডিসেম্বর, ২০২১ ২২:৩২

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী:

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

পটুয়াখালীর লাউকাঠী নদীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আজ বিকেল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী শহর সংলগ্ন নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে মাগুরার টাইগার গ্রুপসহ ৬টি গ্রুপ অংশ নেয়। 

নৌকা বাইচটি স্থানীয় লঞ্চঘাট থেকে শুরু হয়ে পটুয়াখালী ব্রিজ হয়ে আবারও লঞ্চ ঘাটে এসে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মো. শাহজান মিয়া এমপি, পটুয়াখালী-২ আসনের এমপি সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা নদীতে উপস্থিত ছিলেন। এ সময় নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ এ নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হন।

নৌকা বাইচে মাগুরার টাইগার দল প্রথম, আতিকের তরী ২য় ও শীতলা ৩য় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।  

উল্লেখ্য, পটুয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত দুই দিনব্যাপী মুক্তির বিজয় উৎসব শুরু হয় মঙ্গলবার থেকে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর