৯ ডিসেম্বর, ২০২১ ১২:০৩

শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীসহ ৯৬ জনের নামে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীসহ ৯৬ জনের নামে মামলা

সংঘর্ষের সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ।

ঝিনাইদহের শৈলকুপায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়।

বুধবার শৈলকুপা থানায় মামলাটি করেন সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে সারটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে মাহমুদুল হাসান মামুন ও দলের মনোনয়ন বঞ্চিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার কায়সার টিপুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত হয় পাঁচজন।

মামলার ঘটনায় জুলফিকার কায়সার টিপু জানান, মঙ্গলবার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন গাড়ি নিয়ে যাওয়ার সময় তার অফিসে হামলা চালায় ও নিজেরাই নিজেদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে মিথ্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, এটি একটা দুঃখজনক ঘটনা। এসব মামলা করে আমার জয় ঠেকাতে পারবে না। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আমিরুজ্জামান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর