বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মেসের আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মেসেরে আলী উপজেলার ডহরপুর এলাকার মৃত মনসের আলীর ছেলে। শনিবার সকাল ৯টায় উপজেলার মুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানাযায়, শনিবার সকালে মেসেরে আলী উপজেলার ডহরপুর গ্রামের বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ব্যবসায়িক কাজে নশরতপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় মুরইল বাজার এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে বেলা ১১ টার দিকে মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয়নি। মারা যাওয়ার পর পরিবারের লোকজন মরদেহটি বাড়িতে নিয়ে গেছেন। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম