নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শহরের কানাইখালি এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধারা।
পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নান্টু, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ বীর মুক্তিযোদ্ধারা।
সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, ১৯৭১ সালে ২১ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী নাটোরের উত্তরা গণভবনে ভারতীয় মিত্র বাহিনীর কাছে আত্মসর্পণের মধ্য দিয়ে বিজয়ের পাঁচদিন পর নাটোর মুক্ত হয়।
এছাড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সদর উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম সারোয়ার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনসহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা কাউন্সিল ও বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনারা।
বিডি প্রতিদিন/এমআই