আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল সমাবেশের আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। সরকারি হাইস্কুল মাঠে কয়েকদিন যাবৎ মঞ্চ তৈরির কাজ চলছে । সমাবেশ কে কেন্দ্র করে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা মঞ্চ তৈরির কাজ দেখা শোনা করছে। এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছেন বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর জানান।
তিনি আরো বলেন, প্রায় ৩১ বছর পর বিধি মোতাবেক কাউন্সিলের মাধ্যমে বিএনপির জেলা কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। এখন জেলা বিএনপি আগের চেয়ে অনেক সংগঠিত ও শক্তিশালী। আগামীকালের সমাবেশই প্রমান করবে মামলা হামলা করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। আবার আগের অবস্থানে ফিরে আসবে বিএনপি। মানিকগঞ্জে মাটি বিএনপির ঘাঁটি হয়েই থাকবে।
বিডি প্রতিদিন/এএ