পাওনা টাকা পরিশোধসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। সোমবার দুপুরে শহরের মিনা হোটেলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চিনিকল চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক আহসান হাবিব, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সাবেক সভাপতি সওদাগর মোঃ জহুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ