নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল দক্ষিণপাড়া ডেমরা ফ্লাওয়ার মিলস মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান। খেলায় সাত ভাই ঐক্য পরিষদ দলকে ৬-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় সোহাম ট্রান্সপোর্ট দল।
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের সিনিয়র ডিজিএম মাহবুবুল আলম, বাইতুল আমিন জামে মসজিদের সভাপতি হাজী আব্দুল জলিল, মোঃ বোরহান আলী, ফারুক হোসেন সবুজ, আবুল কালাম হাওলাদার ও আবদুল হাই জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ