আশুলিয়ায় ময়লা ফেলার গর্তে ডুবে মোস্তাফিজুর রহমান নামে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া এলাকায় আব্দুর ছাত্তার হাওলাদারের বাড়ির ময়লার গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোস্তাফিজুর রহমান রাজশাহীর বাগমারা থানার গোবিন্দমারা গ্রামের আবু বক্করের ছেলে। বাবা-মায়ের সাথে আশুলিয়া ছাত্তারের বাড়িতে বসবাস করতো।
নিহতের মা ও স্থানীয়দের বরাত পুলিশ জানায়, সকাল থেকে শিশুটি খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ির পিছনে আশেপাশে খোঁজ করতে থাকেন। একসময় বাড়ির পিছনে ময়লা ফেলার গর্তের কাছে শিশুর জুতা দেখতে পান। পরে সন্দেহ হলে ময়লার গর্তের পানি মেশিনের মাধ্যমে সরিয়ে শিশুর মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেন। পাশাপাশি অন্য কোন বিষয় আছে কিনা, তাও তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/এএম