দিনাজপুরে সাত দিনব্যাপী খো খো প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পে ৪০ জন (অনুর্ধ-১৬) শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন। শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন ছেলে ও ২০ জন মেয়েকে বাছাই করা হয়। তাদেরকে প্রতিদিন দুই বেলা করে প্রশিক্ষণ দেয়া হবে বলে আয়োজকরা জানান।
প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সদস্য এবং আন্তর্জাতিক রেফারী ও কোচ মো. আব্দুর রহিম এবং খো খো জাতীয় দলের ক্যাপ্টেন শেখ আব্দুর রহমান।
সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ খো খো ফেডারেশনের তত্তাবধানে ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুর বড় ময়দানস্থ স্পোর্টস ভিলেজ মাঠে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. শরিফুল ইসলাম। প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনকালে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত জুমদার ডলার এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সদস্য এবং আন্তর্জাতিক রেফারী ও কোচ মো. আব্দুর রহিম।
বিডি প্রতিদিন/এএ