অনুমিত হিসাব সম্পর্কিত সংসদিয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।
আজ সোমবার শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী’ পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ওসি শামিম আর রশীদ তালুকদার, ওসি (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুমোদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, অমলেন্দু পাল, মোয়াজ্জেম হোসেন, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমুখ।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সহযোগিতায় থানা চত্ত্বরে এই আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ