আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করা হলে এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু।
তিনি সোমবার বিকেলে শহরের লাহেরী পাড়াস্থ পাবনা জেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশে এ কথা বলেন।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে ভোটের রাজনীতিকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। মানুষ এখন ভোটের আগ্রহ হারিয়ে ফেলেছে। ক্ষমতাসীনরা আগের রাতে ভোট করে আবার উঁচু গলায় কথা বলে।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি, কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, সাবেক এমপি সেলিম রেজা হাবীবসহ স্থানীয় নেতারা।
এদিকে সমাবেশ চলাকালে জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হলে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ ছুরিকাহত হন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন