কক্সবাজারের টেকনাফে পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং পণ্যের অধিক মূল্যে নেওয়ার অভিযোগে জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়।
বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার বাস স্টেশনে বিভিন্ন মুদির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন ১৬ এপিবিএন-এর একদল পুলিশ সদস্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রমজানকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই