গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলা কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী রুবি’র পক্ষ থেকে ৫০০ দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ সংলগ্ন শেখ আকরাম হোসেনের বাসভবন প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাল ও ২ কেজি করে ডাল, ছোলা, তেল, চিনি, ও খেজুর।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক শেখ অলিদুর রহমান হীরার সভাপতিত্বে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মলি, ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আবু জাফর