ভোলায় সোমবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলাজুড়েই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। বৈশাখের শেষ দিকে বৈরী আবহাওয়া বিরাজ করায় উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলের বাসিন্দারের সতর্ক করা হচ্ছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় আশনি মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে রেড ক্রিসেন্ট ভোলা কলেজ ইউনিটের সদস্যরা্। ভোলা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক আব্দুর রশিদ জানান, জেলার সাত উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৬৯১টি আশ্রয় কেন্দ্র। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছেন ১৩ হাজার ৬শ স্বেচ্ছাসেবী।
সাগর এবং নদীতে মাছ ধরাতে যাওয়া জেলেরা ইতোমধ্যেই ঘাটে ফিরতে শুরু করছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        