জয়পুরহাটে দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে জয়পুরহাট শহরের আরাম নগর এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন জয়পুরহাট পৌর এলাকার আরাম নগর মহল্লার সাইদুর হোসেনের ছেলে লিটন হোসেন (৩৬) ও বিশ্বাস পাড়া মহল্লার হামিদ বিশ্বাসের ছেলে আবু বক্কর (২০)।
ওসি শাহেদ আল মামুন জানান, আটককৃত লিটন ও আবু বক্কর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। পৌর শহরের আরাম নগর এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা