নেত্রকোনায় দীর্ঘদিন গরমে হাঁসফাঁস অবস্থার পর আজকের বৃষ্টিতে স্বস্তির নিঃসশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। শহরের মগড়ার পাড়ে বৃষ্টিতে সবুজ পাতারাও পেয়েছে প্রাণ। তবে অনেককে ভোগান্তি পোহাতে হলেও প্রচণ্ড গরমের পর শান্তি পেয়েছেন বলে জানান তারা। নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বেশি ভোগান্তিতে।
মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিতে থেমে থেমে চলছেন তারা। সড়কের পাশে মানুষের বাসাবাড়িতেই নিচ্ছেন আশ্রয়। হকাররা রেইনকোট ছাড়াই ভোগান্তির মধ্যে পাঠকদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন পত্রিকা।
পত্রিকার হকার জাহাঙ্গীর আলম জানান, বৃষ্টি হওয়ায় গরম থেকে বেঁচেছেন। কিন্তু পত্রিকাগুলো পাঠকের হাত পর্যন্ত পৌঁছে দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। একেতো পলিথিন দিয়ে মুড়ানো থাকলেও ভিজে যাচ্ছে। অন্যদিকে নিজেদের রেইনকোট না থাকায় কষ্ট হচ্ছে। থেমে থেমে দিতে হচ্ছে। এতে দেখা গেছে দুপুরের আগেই যেখানে সবগুলো বিক্রি হতো এখন প্রায় সারাদিন লেগে যাবে।
গ্রামাঞ্চলে ধান শুকানোর কিছুটা ব্যাঘাত ঘটলেও শহরের মানুষের কাছে কাঙ্খিত ছিলো এই বৃষ্টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ