ময়মনসিংহের ফুলপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (১০ মে) সকাল ৯টা থেকে পৌরসভার শিববাড়ি রোডে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার মো. নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবদুল কাইয়ুম প্রমুখ। প্রশিক্ষণ শেষে উপজেলার রামভদ্রপুর, ভাইটকান্দি ও রহিমগঞ্জ ইউনিয়ন থেকে আগত ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু বলেন, আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৃলাণী নামে এক প্রশিক্ষণার্থী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধির কলাকৌশল সম্পর্কে আমরা জানতে পেরেছি। অর্জিত এ জ্ঞান ও কৃষি অফিসের সহযোগিতায় আমরা আমাদের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে পারবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন