মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নসিমন চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হরিরামপুর উপজেলার চালা বাজার সংলগ্ন হরিরামপুর-ঝিটকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক এরশাদ মোল্লা (৩০) উপজেলার কামারঘোনা গ্রামের লালচান মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, হরিরামপুর উপজেলা থেকে ঝিটকাগামী ইটভর্তি ড্রাম ট্রাকের চাপায় এরশাদ মোল্লা পিষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ