কুয়াাকাটার আবাসিক হোটেল থেকে খদ্দের ও পতিতাসহ চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে মহিপুর থানা পুলিশ এ আর খান নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় মো.মাহমুদ ফরাজী, ফারুক ও দুই পতিতাকে অটক করে। এদের বাড়ি খুলনা, বরিশাল, আমতলী ও পাথরঘাটায়। মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ