টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনের কূপ খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে আখিল পাল (৪০)।
স্থানীয়রা বলেন, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের কূপ খননেন জন্য মাটি খুঁড়ছিল। এদের মধ্যে আনন্দ এবং নিধন মাটি খুড়তে খুড়তে অনেক গভীরে চলে যায়। এক পর্যায়ে চারিদিক থেকে মাটি ভেঙে তারা চাপা পরে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বেকু দিয়ে মাটি সড়িয়ে ওই দুই জনের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, নিহতরা নির্মাণাধীন ভবনের কূপ খনন করতে গিয়ে মাটি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম