ফরিদপুরে ক্রিস্টাল মেথ (আইস)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফরিদপুরে এবারই প্রথম এই জাতীয় মাদকসহ একজনকে গ্রেফতার করা হল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার সন্ধ্যায় শহরের গোয়ালচামটস্থ বেতুয়া বাড়ি এলাকা থেকে অনিক শেখ নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। জব্দকৃত আইসের মূল্য দেড় লাখ টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অনিকের বিরেদ্ধে কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ী অনিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম