দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়া অবস্থায় ৪৫-৫০ বছর বয়সি অজ্ঞাত নারীকে উদ্ধার করেছে স্থানীয়রা। এখনও তার নাম পরিচয় জানতে পারেনি বলে পুলিশ জানায়। স্থানীয়দের ধারণা তিনি একজন ভবঘুরে মানুষ।
গত সোমবার দিবাগত রাত ৮টার দিকে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের উত্তরদিকে রেল লাইনের পাশ থেকে এই নারীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রাজশাহী হতে ছেড়ে আসা বরেন্দ্র আন্তঃনগর ট্রেন ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুর অভিমুখে ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই নারী ট্রেন থেকে পড়ে গেলে তার ডান পায়ের কব্জির উপরের অংশ কাটা পড়ে। তার ডান হাতে সাদা শাঁখা পড়া ছিল। এসময় ওই অজ্ঞাত নারী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই মহিলার পরিচয় নিশ্চিতের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেননি। তার নাম পরিচয় মেলেনি। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পুলিশও ধারণা করছেন ওই মহিলা একজন মানসিক ভারসাম্যহীন হতে পারে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ