রাজশাহী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে জেলা সুইমিং পুলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
জেলা সাঁতার সমিতির আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক নাজমীর আহমেদ আমান। এরপর জেলা সাঁতার সমিতির ৪২ জন সাঁতারুদের কসটিউম, টুপি, গেঞ্জি ও সুইমিং চশমা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম