মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকায় প্রাইভেটকার খালে পড়ে গেলে ২ জন নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের মানিক মিয়ার ছেলে জিসান মিয়া (১৯) ও একই গ্রামের স্বর্গতুল্লাহর ছেলে মো. ফাহিম (১৬)। আহত অবস্থায় অপর একজন জাহিদ হাসানকে (১৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা সদরের মুন্সীরহাট এলাকা থেকে জিসান তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে আসা ভগ্নিপতির প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়। প্রাইভেটকারটি পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় ৩ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ