পঞ্চগড়ে ২ দিনব্যাপী রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে নাট্য দল ভূমিজ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৩ মে বিকেলে কর্মশালা শুরু হয়।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী অঞ্চল সমন্বয়ক আমিনুল হক বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রশিক্ষক ফেরদৌস আরা লিপি, নূরুল মতিন সৈকত প্রশিক্ষন প্রদান করেন। স্থানীয় সঙ্গীত শিল্পীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। শনিবার দুপুরে একটি রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ পঞ্চগড় জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান, সদস্য শফিকুল ইসলাম, নাট্যদল ভূমিজের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল