গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। আটককৃত রাণী বেগম (৪৫) যশোর জেলার বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।
কাশিমপুর কারাগার সূত্র জানায়, শনিবার দুপুর দুইটার দিকে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় ডিউটিরত মহিলা কারারক্ষী মাকসুদা বেগম দর্শণার্থী রাণী বেগমের দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে ওই নারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ রাণী বেগমকে জিএমপির কোনাবাড়ী থানায় নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সিদ্দিক জানান, আটক রাণী বেগম মাদক মামলায় কেন্দ্রীয় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। তিনি আরো জানান, আটক ওই নারী ২ মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম